• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হানিফ পরিবহনের চাপায় ২ স্কুলছাত্র নিহত

  যশোর প্রতিনিধি

২০ জুন ২০১৯, ১৬:১৩
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহত আশিকুর রহমান ও আল আমিন (ছবি : দৈনিক অধিকার)

যশোরের মণিরামপুরে হানিফ পরিবহনের চাপায় আশিকুর রহমান ও আল আমিন নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) কোচিং শেষে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের খইতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনই উপজেলার ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদের মধ্যে আশিকুর রহমানের বাড়ি ধলিগাতি গ্রামে এবং আল আমিনের বাড়ি জামলা গ্রামে।

নিহত আশিকুর রহমানের চাচা নজরুল ইসলাম জানান, আশিক ও আল-আমিন কোচিং শেষে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহন দুইজনকেই চাপা দেয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান আশিকুরকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আল-আমিনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

এ দিকে, তাদের মৃত্যুর খবর শুনে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ সহপাঠীসহ এলাকাবাসী হানিফ পরিবহনের চালকসহ জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওপর সুন্দলপুর বাজারে কাঠের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয় তারা।

ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল বলেন, নিহত দুইজনই প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সড়ক অবরোধে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নেয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড