• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচন কেন্দ্রে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার

  খুলনা প্রতিনিধি

২০ জুন ২০১৯, ০৯:৪৭
পিস্তল
পিস্তল ও গুলি (ছবি : দৈনিক অধিকার)

খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচনের ডিউটি করার সময় দিঘলিয়া থানার এএসআইয়ের হারিয়ে যাওয়া পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপরে নির্বাচন কেন্দ্র বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমান ( পুলিশ সুপার পদে পদোন্নতি) বিষয়টি বিকালে অধিকারকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) দিঘলিয়া থানার এএসআই নাজমুল হক স্ট্রাইকিং ফোর্স হিসাবে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি এলাকায় ডিউটিতে যান। তিনি তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ব্যাগের মধ্যে রেখে নামাজে যান। নামাজ শেষে ফিরে তিনি আর অস্ত্রটি পাননি। পরে এ ঘটনায় নির্বাচন কেন্দ্র বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সন্দীপ কুমার রাহা ও রাজমিস্ত্রির হেলপার বুলবুল খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডুমুরিয়া থানা পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় এ এস আই নাজমুল হককে সাসপেন্ড করা হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড