• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে গার্মেন্টসের চোরাই পণ্যসহ আটক ৬

  চট্টগ্রাম প্রতিনিধি

১৯ জুন ২০১৯, ০১:১২
চোরাই পণ্য
উদ্ধারকৃত চোরাই পণ্য ( ছবি : দৈনিক অধিকার )

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে রপ্তানির জন্য তৈরি করা প্রায় সাড়ে ৪ হাজার পিস গার্মেন্টসের জ্যাকেটসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) নগরীর বায়েজিদ এলাকার আমিন জুট মিলের উত্তর গেট সংলগ্ন ২ নম্বর গলির হক ফুড এজেন্সির গোডাউন থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করে ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. সাহাদাত হোসেন (২৮), মো. ওবায়দুল হক (৩৭), মো. সোহাগ হোসেন (৩২), মো. সিরাজ মিয়া (২৮), ড্রাইভার রুবেল হোসেন (২২) ও মো. সুমন (৩০)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ বলেন, রপ্তানির জন্য তৈরি করা গার্মেন্টসের পণ্যসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৪ হাজার পিস চোরাই জ্যাকেট উদ্ধার করা হয়। বন্দরে ঢোকার আগে কাভার্ডভ্যান থেকে কৌশলে এসব পণ্য চুরি করে তারা। পরে তা বাজারে বিক্রি করে দেয় বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড