• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩ রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সুলতান মনসুর

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১৫ জুন ২০১৯, ১৪:৪৯
কুলাউড়া
ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি

কুলাউড়া উপজেলায় ১৯ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দের তিনটি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জয়চন্ডি ইউনিয়নের পুষাইনগর- নবাবগঞ্জ (ভুকশিমইল) সড়কের ৯ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে ৮.৫৫ কিলোমিটার ও দুপুর ১২টায় কুলাউড়া সদর ইউনিয়নের চৌধুরী বাজার - কালিটি সড়কের ১ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে ১.৭ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের এবং শুক্রবার দুপুর ২টায় ব্রাহ্মণ বাজার- ফেঞ্চুগঞ্জ সড়কের ৮ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জননেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি সুলতান মনসুর বলেন, কুলাউড়ার মানুষ বিগত নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে তাকে এমপি নির্বাচিত করেছে। জনগণ যে আশা নিয়ে তাকে নির্বাচিত করেছে তাদের সেই প্রত্যাশা পূরণে কুলাউড়ার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে সকল ক্ষেত্রে উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

শুক্রবার ব্রাহ্মণ বাজার- ফেঞ্চুগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদি উর রহিম জাহিদ, ওসি (তদন্ত) সঞ্চয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী ইসতিয়াক হাসান, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, প্রমুখ।

শনিবার জয়চন্ডি ইউনিয়নের পুষাইনগর- নবাবগঞ্জ (ভুকশিমইল) সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, প্রমুখ।

কুলাউড়া সদর ইউনিয়নের চৌধুরী বাজার - কালিটি সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া ইউপি সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, হোসেন মনসুর, প্রমুখ।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড