• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিরোজপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

  মঠবাড়িয়া প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ২২:৩৫
সংঘর্ষ
আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত কয়েকজন (ছবি : দৈনিক অধিকার)

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ জুন) বিকালে উপজেলার বড়হারজী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ (৩৮), তাতীলীগ নেতা বেল্লাল হোসেন (৩৬), ইউপি সদস্য কবির হোসেন, হারুন তালুকদার (৭০), আসাদ হোসেন (১৮),ইমরান গোলদার (২০), সোহেল (২১), সালাম মোল্লা (৪৫), সোহেল মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জনা যায়, শুক্রবার স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থনে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে নির্বাচনি সমাবেশ চলছিল। বিকাল ৪টার দিকে স্বতন্ত্র আনারস প্রতীকের একদল সমর্থক উপজেলার হারজী এলাকা থেকে মিছিল নিয়ে উপজেলা সদরের সমাবেশ স্থলে আসছিল। এ সময় একদল নৌকা সমর্থকদের সঙ্গে পথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর আহত নৌকা সমর্থক যুবলীগ নেতা বাবু শরীফ, তাঁতীলীগ নেতা বেল্লাল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইউপি সদস্য কবির হোসেন, সোহেল মিয়া, সালাম মোল্লা ও সোহেলকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয় আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি সাকিল আহম্মেদ নওরোজ অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে নৌকা সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তারা এর আগেও নৌকার চেয়ারম্যান প্রার্থীসহ আমাদের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে।

তবে ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান সিফাত বলেন, আমাদের নেতাকর্মীরা হারজী এলাকা থেকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছিল। এ সময় নৌকার সমর্থকরা ওই মিছিলে বাধা দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয় কোন পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড