• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশেমকে ৮শ হাঁস কেনার টাকা দিয়েছে ছাত্রলীগ

  অধিকার ডেস্ক

১২ জুন ২০১৯, ১১:২৮
আবুল কাশেম
ক্ষতিগ্রস্ত আবুল কাশেম (ছবি: সংগৃহীত)

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের অসহায় দরিদ্র আবুল কাশেমের খামারের ৮০০ হাঁস বিষ দিয়ে মেরে ফেলে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে সর্বহারা আবুল কাশেমের পাশে থাকার ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সে ঘোষণা অনুযায়ী তার খামারের ৮০০ হাঁস কেনার অর্থের জোগান দিয়েছে ছাত্রলীগ।

এ বিষয় নিয়ে সরাসরি আবুল কাশেমের সাথে ভিডিও কলে কথা বলেন গোলাম রাব্বানী।

রাব্বানী তার ফেসবুকে ওই ঘটনার বিবরণ তুলে ধরে লিখেন, ‘নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের হতদরিদ্র আবুল কাশেম। শারীরিক প্রতিবন্ধী কাশেম ভাই কায়িকশ্রমের কাজ করতে পারেন না বলেই মোটা সুদে ঋণ করে হাঁসের খামার করেছিলেন ভাগ্য ফেরানোর আশায়। বিধি বাম! দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষে আক্রান্ত হয়ে মারা গেছে তার বেঁচে থাকার অবলম্বন প্রায় ৮০০ হাঁস!’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার অসহায় আবুল কাশেম ভাইয়ের পাশে দাঁড়াব। সারা দেশের লাখ লাখ ছাত্রলীগ কর্মীর মাঝে আমরা ৮০০ কর্মী যদি একটি করে হাঁসের দায়িত্ব নেই, কাশেম ভাইয়ের পরিবার আবার বাঁচার অবলম্বন পাবে।’

বিষয়টি নিয়ে একাধিক স্ট্যাটাস দেন ছাত্রলীগ সম্পাদক। স্ট্যাটাসে তিনি সারা দেশের ছাত্রলীগ নেতাকর্মীদের একটি করে হাঁস কিনে দেয়ার অনুরোধ জানান। সেখানে তিনি আবুল কাশেমের বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন। সে অনুযায়ী ছাত্রলীগের নেতাকর্মীরা বিপুল সাড়া দেন। সেখান থেকেই তার ৮০০ হাঁস কেনার টাকার জোগাড় হয়ে যায়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আলহামদুলিল্লাহ। ছাত্রলীগ পরিবারের সমন্বিত প্রচেষ্টায় নেত্রকোণার হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী আবুল কাশেম ভাইয়ের জন্য ৮০০ হাঁস কেনার পর্যাপ্ত অর্থ জোগান হয়ে গেছে। আবুল কাশেম ভাই মুঠোফোনে আমাকে এই তথ্য নিশ্চিত করেছেন। মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়েছেন এবং সবার জন্য আল্লাহর কাছে খাস দিলে দোয়া করবেন বলে জানিয়েছেন।'

রাব্বানী আরও বলেন, 'এভাবেই দেশরত্নের আদর্শিক কর্মী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার 'এক হয়ে' গণমানুষের যে কোনো যৌক্তিক এবং নৈতিক প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।'

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড