• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে

  কুড়িগ্রাম প্রতিনিধি

০৮ জুন ২০১৯, ২২:৫৯
পতাকা বৈঠক
পতাকা বৈঠকের মাধ্যমে ভারেত থেকে বাংলাদেশে রাজিনা খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারত থেকে প্রেমিকের কাছে ছুটে আসা প্রেমিকা রাজিনা খাতুন (১৬) নামে এক কিশোরীকে ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার গারকমন্ডল সীমান্তে।

শনিবার (৮ জুন) দুপুর দেড়টায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কিশোরী রাজিনা খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। সে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের আনু মিয়ার মেয়ে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রাজিনা খাতুন পরিবারের অজান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গাড়কমন্ডল গ্রামের মাহালম মিয়ার ছেলে প্রেমিক জাহিদ হাসানের (২০) কাছে চলে আসে। রাজিনার পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানালে বিএসএফ কিশোরীকে উদ্ধারের জন্য শনিবার সকালে গারকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে পত্র প্রেরণ করে। বিজিবির তৎপরতায় জাহিদের পরিবার কিশোরীকে লালমনিরহাট জেলার কুলাহাট বাজার থেকে উদ্ধার করে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাবর আলীর মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।

শনিবার দুপুর দেড়টায় ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার ৪ এর শূন্য রেখায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীর মা-বাবা ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবির অধীনে শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার গোলাম মোহাম্মদ, গারকমন্ডল ক্যাম্পের হাবিলদার মহাসিন কবির, ইউপি সদস্য আনোয়ার হোসেন, পারভীন বেগম এবং ভারতের ৩৮ ব্যাটালিয়ন খারিদা হরিদাস ক্যাম্পের কোম্পানী কমান্ডার অশোক কুমার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীনে শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃত কিশোরীকে হস্তান্তর করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড