• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শায়েস্তাগঞ্জের শাহজীবাজারের আগুনে ব্যাপক ক্ষতি

  শায়েস্তাগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ

০৮ জুন ২০১৯, ১৩:৩৮
দোকান
আগুনে পুড়ে যাওয়া দোকান (ছবি : দৈনিক অধিকার)

শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং শাহজীবাজারে ৯টি দোকান আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৭ জুন) রাত ১টার দিকে সুতাং বাজার ব্রিজ সংলগ্ন আব্দুস সামাদ খাঁন মার্কেটে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আব্দুস সামাদ খাঁন মার্কেটে মালিকের ছেলে সোহান খাঁন জানান, মার্কেটের সব দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিটি দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আব্দুল আহাদ তুলার কারখানা ও সুহেল মটরসের দোকান।

দোকান মালিক সূত্রে জানা যায়, আব্দুল আহাদ তুলার কারখানা ৪৫ লক্ষ টাকা, সুহেল মটরস ২৫ লক্ষ টাকা, ফজল কনফেকশনারি ১২ লক্ষ টাকা, সুকান্ত পাল হার্ডওয়্যার দোকান ৮ লক্ষ টাকা, শিমুল মোটরস ৫ লক্ষ টাকা, আলী হোসেন ওয়ার্কসপ ২ লক্ষ টাকা, নুরুল ইসলাম ওয়ার্কসপ ১ লক্ষ, শাহীন পোল্ট্রি দোকান ১ লক্ষ টাকা, ডাক্তার বিলাল চেম্বার ১ লক্ষ টাকার মালামালের পুড়ে ক্ষতি হয়েছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধারণা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, আগুনে কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড