• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রহ্মপুত্র তীরে দর্শনার্থীর ঢল

  চিলমারী প্রতিনিধি, কুড়িগ্রাম

০৬ জুন ২০১৯, ১৩:৫৯
ব্রহ্মপুত্র নদ
চিলমারী ব্রহ্মপুত্র নদের তীর (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। ঈদের দিন ও ঈদের পরেরদিন বিনোদনের খোঁজে ভিড় করছেন সাধারণ মানুষ। সব বয়সী নারী-পুরুষ, বিশেষ করে শিশুদের ভিড়ে চলছে উৎবের আমেজ।

চিলমারী নদীবন্দর ও ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। অনেকেই তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ ঘুরতে এসেছেন।

দর্শনার্থী মাঈদুল ইসলাম ও ফুয়াদ হাসান বলেন, প্রাকৃতিক সৌন্দয্যের কেন্দ্রভূমি চিলমারী। চিলমারীজুড়েই নানা রকম দৃষ্টিন্দন সৌন্দর্য্য ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ দিনগুলোতে চিলমারীবাসী ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার অনেক মানুষ ব্রহ্মপুত্র নদের তীরে বেড়াতে আসেন। এটাকে কাজে লাগিয়ে চিলমারীকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

সৌরভ রঞ্জন রায় বলেন, ব্রহ্মপুত্র নদের ডানতীর এবং নদী বন্দর এলাকায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, পাবলিক টয়লেট, কংক্রিটের বেঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এ ব্যাপারে চিলমারীর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বলেন, চিলমারী উপজেলা বৃটিশ আমল থেকে নানা কারণে গুরুত্বপূর্ণ। সে সময় গড়ে ওঠে নদীবন্দর। গুরুত্বপূর্ণ এ বন্দরটি ফের সচলের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, চিলমারী ব্রহ্মপুত্র নদের পরিপূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে ব্রহ্মপুত্র নদকে ঘিরে সুপরিকল্পিত কিছু পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অবকাঠামোগত বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড