• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

থেমে আছে গাড়ি, যাত্রীরা খেলছেন ক্রিকেট

  অধিকার ডেস্ক

০৪ জুন ২০১৯, ১৪:৩৬
যানজট
গাড়ি থেমে থাকায় রাস্তায় নেমে ক্রিকেট খেলছেন যাত্রীরা (ছবি: সংগৃহীত)

ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী এবং চালকেরা। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারির কারণে সৃষ্টি হয় যানজট। আর এ সময় বঙ্গবন্ধু সেতুর দুইপাশে প্রচণ্ড জ্যামের কারণে ঘরে ফেরা মানুষগুলো সময় কাটাতে যানবাহন থেকে নেমে ক্রিকেট খেলছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে এত দীর্ঘ সারির জ্যামের কারণে বিভিন্ন যানবাহনে থাকা সব বয়সী মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। সময় কাটাতে পরবর্তীতে তারা সবাই রাস্তায় নেমে পড়ে। এ সময় তারা সকলে মিলে ক্রিকেট খেলা শুরু করেন।

মঙ্গলবার (৪ জুন) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়া সড়কে বিভিন্ন এলাকায় মানুষ পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, বাঐখোলা, করটিয়া হাটবাইপাস, নাটিয়াপাড়া ও পাকুল্লায় যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, গাড়ির অতিরিক্ত চাপ থাকায় থেমে থেমে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে প্রায় ৪৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পারায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড