• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কের ওপর গরু জবাই, নেই প্রশাসনের তদারকি

  গোপালগঞ্জ প্রতিনিধি

০১ জুন ২০১৯, ১৪:৫০
গরু জবাই
সড়কে গরু জবাই (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া মোড়ে গরুর মাংস ব্যবসায়ী মো. পান্নুসহ কয়েকজন প্রতিদিন ৪ থেকে ৫টি গরু জবাই করে মাংস বিক্রি করেন। গরুর মাংস ব্যবসায়ীরা গরু জবাই করার জন্য গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর খোলা জায়গাকে বেছে নিয়েছেন।

মাংস বিক্রির জন্য বেশ পরিচিতি লাভ করেছে ঘোনাপাড়া মোড়। ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের ওপরেই গরু জবাই ও মাংস কাটা হয়।

শুক্রবার সকালে ঐ সড়কের ওপর মাংস কাটায় ব্যস্ত কসাইদের খোলা জায়গায় এ ধরনের কাজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, মালিক মো. পান্নুর নির্দেশে সড়কের ওপর গরু জবাই ও মাংস কাটা চলছে প্রায় তিন বছর ধরে। এ বিষয়ে কেউ কখনো বাধা দেয়নি। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর গরু জবাই করা হয় কেন সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী জানান, রাস্তার ওপরে গরু জবাই করা হয় তা জানা নেই। তবে খোলা ও ব্যস্ত সড়কে যাতে আর গরু জবাই করা বা মাংস কাটা না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গরু জবাই করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সিল দেখা যায়নি মাংসের ওপর।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড