• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

  লক্ষ্মীপুর প্রতিনিধি

২৮ মে ২০১৯, ১৫:০৭
থানা
রামগতি থানার ওসি এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন (ছবি- দৈনিক অধিকার)

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে রামগতি উপজেলার বড়খেরী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘরের টিনের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, রামগতি উপজেলার বড়খেরী গ্রামের মৃত মীর সেলিমের ছেলে মো. সুমন (১৩) ও মো. ইব্রাহিমের ছেলে মো. নাহিদ (১১)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজনই রবুনাথপুর পল্লী-মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, ঘটনার সময় সুমন ও নাহিদ তাদের ঘরের টিনের চালায় আটকে থাকা পাতা পরিষ্কার করছিল। এসময় একটি বৈদ্যুতিক তার ঘরের চালার টিনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। প্রথমে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সুমনকে বাঁচাতে গিয়ে নাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই স্কুল শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড