• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্য হাতি কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

  বান্দরবান প্রতিনিধি

২৬ মে ২০১৯, ১৩:২৪
নিহত
বন্য হাতির আক্রমণে নিহত মাছাউ মারমা (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে বন্য হাতির আক্রমণে মাছাউ মারমা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) ভোর ৪টায় সোনাইছড়ির হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাছাউ মারমা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হালারী মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে খামার বাড়িতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার দক্ষিণ পাশে বিলের মধ্যে বন্য হাতির আক্রমণের শিকার হন মাছাউ মারমা। স্থানীয়রা কাজে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের আশেপাশে অসংখ্য হাতির পায়ের চিহ্ন রয়েছে। তাছাড়া ওই পথে বন্য হাতির নিয়মিত যাতায়াত রয়েছে তাই নিশ্চিত হওয়া যাচ্ছে হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বন্য হাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতি মাসে কয়েকবার বন্য হাতির আক্রমণের শিকার হয়ে আহত ও নিহতের ঘটনা ঘটে। এছাড়াও বসতবাড়ি ভাঙচুর, ক্ষেত-খামার নষ্ট, এমনকি সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে বন্য হাতি আক্রমণ চালিয়ে পরিষদের রক্ষিত চেয়ার-টেবিলসহ মালামাল নষ্ট করারও খবর পাওয়া গেছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড