• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  সিরাজগঞ্জ প্রতিনিধি

২৩ মে ২০১৯, ০৮:৪৮
সিরাজগঞ্জ
নির্মাণাধীন ভবন (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জে গণপূর্ত অধিদপ্তরের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মাহমুদুল হাসান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলাম (১৭) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২২ মে) বিকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহমুদুল সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল বারিক মুন্সীর ছেলে। আহত শহীদুল কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় নির্মাণাধীন সিরাজগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবনে ইটের গাঁথুনি দেওয়ার সময় বাঁশের মাচা ভেঙে পড়ে যান ওই দুই শ্রমিক।

প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএলের প্রকল্প প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকল্পের মূল ভবনের দ্বিতীয় তলার ইটের গাঁথুনির কাজ চলছিল। বাঁশের মাচায় দাঁড়িয়ে শ্রমিকরা দেয়ালের গাঁথুনি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মাচা ভেঙে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান।

তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকালের দিকে মাহমুদুলের মৃত্যু হয়। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, দুর্ঘটনার খবর থানায় জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খবর নেওয়া হচ্ছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড