• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেলের জায়গা দখল করে ভবন নির্মাণ

  পাবনা প্রতিনিধি

২২ মে ২০১৯, ১৯:১৭
ভবন নির্মাণ
রেলস্টেশনের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ (ছবি : দৈনিক অধিকার)

পাবনার ভাঙ্গুড়া পৌর শহরে বড়ালব্রিজ রেলস্টেশনের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ করছেন একজন ব্যবসায়ী। ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের ৫০ গজ দূরে শহরের প্রধান সড়কের পাশে এই ভবনের নির্মাণকাজ চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের বড়ালব্রিজ রেলস্টেশনের উত্তরে বেইলি সেতু সড়কের গা ঘেঁষে পাকা ভবন নির্মাণ করেছেন শরত্রুগর বাজারের গরু ব্যবসায়ী সিদ্দিক আলী। এরই মধ্যে ভবনের ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। চলছে বিম ও কলামের নির্মাণ কাজ। নির্মাণ কাজ আড়াল করতে সড়কের পাশে টিনের উঁচু বেড়া দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ আগে পৌর শহরের চৌবাড়িয়া মহল্লার গরু ব্যবসায়ী সিদ্দিক জায়গাটি দখল করে নেন।

ভবন নির্মাণের বিষয়ে দখলদার সিদ্দিক আলী বলেন, ‘আগে থেকেই ওই জায়গা আমার দখলে ছিল। তাই এখন পাকা ভবন নির্মাণ করছি। রেল কর্তৃপক্ষ চাইলে ভবন ভেঙে দেব।’

এ ব্যাপারে ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। সরেজমিনে গিয়ে ভবন নির্মাণ বন্ধ করে দেওয়া হবে।’

রেলের পাকশী (পশ্চিমাঞ্চল) অফিসের ভূমি কর্মকর্তা ইউনুস আলী বলেন, দ্রুত অভিযান চালিয়ে ওই ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভাঙ্গুড়ায় খুব তাড়াতাড়ি উচ্ছেদ অভিযান চালানো হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড