• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

  বান্দরবান প্র‌তি‌নি‌ধি

১৯ মে ২০১৯, ১৪:২১
বান্দরবান সদর হাসপাতাল
বান্দরবান সদর হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবান সদর উপজেলার রাজ‌বিলা ইউনিয়নে ক্যচিংথোয়াই মারমা (২৯) নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা বাড়ি থেকে ডে‌কে‌ নিয়ে গুলি করে হত্যা করেছে।

শনিবার (১৮ মে) রাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী ৮ নম্বর রাবার বাগান পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘ‌টে।

নিহত ক্যচিংথোয়াই মারমা রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, শ‌নিবার রাত ১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যচিংথোয়াই মারমাকে খুঁজতে তার বা‌ড়ি‌তে যায়। এ সময় তাকে বাড়ি থে‌কে ডে‌কে আধা কিলোমিটার দূরে নিয়ে গুলি করে সন্ত্রাসীরা। পরে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান সন্ত্রাসীরা।

বান্দরবান সদর থানার ওসি শ‌হিদুল ইসলাম চৌধুরী দৈনিক অধিকারকে বলেন, শনিবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর রাবার বাগান এলাকায় সন্ত্রাসীরা ক্যচিংথোয়াই মারমা নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়‌নের তাইংখা‌লি এলাকায় এক মাসের ভেতরে একজনকে গুলি করে হত্যা ও আরেক জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এখনো লাশ মেলেনি। এরপরে ৩ নম্বর রাবার বাগান এলাকায় জয়মনি তংচঙ্গ্যা নামে আরও এক জেএসএস সমর্থক‌কে হত্যা করে সন্ত্রাসীরা।

সর্বশেষ শনিবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর রাবার বাগান এলাকার ক্যচিংথোয়াই মারমাকে বা‌ড়ি থে‌কে ডে‌কে‌ নি‌য়ে গুলি করে হত্যা করল পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড