• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে শ্রমিককে প্রকাশ্যে লাঠিপেটা করল পুলিশ

  শার্শা প্রতিনিধি, যশোর

১৯ মে ২০১৯, ০৮:১৭
যশোর
ছবি : জেলার ম্যাপ

যশোরের নাভারন সার্কেলের হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া কর্তৃক প্রকাশ্যে লাঠিপেটার শিকার হয়েছেন একজন নির্মাণ শ্রমিক। শনিবার (১৮ মে) আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যশোর-খুলনা জাতীয় মহাসড়কের সদর উপজেলার সন্ন্যাসী দিঘিরপাড় এলাকায় পুনর্নির্মাণ কাজ করার সময়ে শ্রমিক সিরাজুল ইসলামকে (২৫) প্রকাশ্যে লাঠিপেটা করেছেন হাইওয়ে পুলিশের যশোরের নাভারন সার্কেলের সার্জেন্ট পলিটন মিয়া।

যশোরের আহত সিরাজুল ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডে সিগন্যালম্যান ও যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে সড়ক পুনর্নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকেরা সড়কের উপর স্কেভেটর যন্ত্র আড় করে দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও স্থানীয়রা জানান, যশোর-খুলনা জাতীয় মহাসড়কের সদর উপজেলার সন্ন্যাসী দিঘির পাড় এলাকায় সড়কের একপাশে স্কেভেটর দিয়ে সড়ক খুঁড়ে সংস্কার কাজ করা হচ্ছে। অন্যপাশ দিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। একপাশে যানবাহন আটকে অন্যপাশের যানবাহন ওই অংশ দিয়ে পারাপার করা হচ্ছে।

এ সময় একটি প্রাইভেট কার থামানোর সঙ্কেত দিলে গাড়ির ভিতর থেকে সাদা পোশাকে থাকা পুলিশের একজন কর্মকর্তা বেরিয়ে এসে গাড়ির ভিতরে থাকা লাঠি দিয়ে তাকে পেটাতে থাকেন। পুলিশের লোক বুঝতে পেরে শ্রমিকদের অন্যরা ভয়ে এগিয়ে আসতে সাহস করেননি।

এ সময় গাড়ি নিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। পরে শ্রমিকেরা ওই কাজ বন্ধ করে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। পরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার এ বিষয়ে হস্তক্ষেপ করলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

অভিযোগের ব্যাপারে সার্জেন্ট পলিটন মিয়া বলেন, মুড়লি থেকে ফিরছিলাম। রাস্তায় কাজ চলছে দেখে গাড়ি সাইড করছিলাম। ওই ছেলে মনে করছে রাস্তা ক্রস করছি। ও লাঠি দিয়ে গাড়িতে বাড়ি (আঘাত) দেয়। আমি বেরিয়ে জিজ্ঞেস করি, তুমি গাড়িতে বাড়ি দিলে কেন। ওই ছেলে বলে, দিয়েছি তো কি হয়েছে। ওই ছেলে উল্টোপাল্টা কথা বলে। তুচ্ছ ঘটনা, তেমন কিছু হয়নি। আমি ওই ছেলেটির গায়ে হাত তুলি নাই। পরে আমি সেখানে গিয়েছি। ভুল বোঝাবুঝি মীমাংসা হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড