• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে বছরে চার ফসল উৎপাদনের প্রশিক্ষণ

  মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইল

১৫ মে ২০১৯, ১০:২৭
কর্মশালা
কৃষক প্রশিক্ষণ কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের একই জমিতে বছরে চার বার ফসল উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) উপজেলার কৃষি অধিদপ্তর ঢাকার আওতায় খামার বাড়িতে এই প্রযুক্তি সম্প্রসারণে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাড়ছে মানুষ কমছে কৃষি জমি। ক্রমবর্ধমান জনসংখ্যার এ অবস্থায় দেশে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে। এ ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান চার ফসলভিত্তিক শস্য বিন্যাস প্রযুক্তির উদ্ভাবন করেছে। অর্থাৎ একই জমিতে বছরে দুটি নয় চারটি ফসল সফলভাবে উৎপাদন করা যায়। এই প্রযুক্তি সম্প্রসারণে কৃষি অধিদপ্তর খামার বাড়ি, ঢাকার আওতায় মধুপুরে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী চাষিদের মাঝে টাঙ্গাইলের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ রওশন আলম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মো. আদনান বাবু ও কৃষি সম্প্রসারণ অফিসার ফাহিমা আক্তার ফাহিম প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় কৃষিবিদরা বলেন, ধান উৎপাদনে খরচ বেশি হচ্ছে অপরদিকে বাজার মূল্য কম, ফলে কৃষক লোকসানে পড়ছে তবু তারা ধানই উৎপাদন করছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তারা বিকল্প ফসল হিসাবে ভূট্টা, গম ও সবজি চাষের পরামর্শ দেন।

কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত শর্ট ডিউরেশনে একই জমিতে বছরে ৪ ফসল চাষের আহ্বান জানান। যা পরীক্ষামূলকভাবে চাষিদের মাঝেই সফলতার মুখ দেখেছে। কৃষি অধিদপ্তর ও কৃষি অফিস সকল প্রকার সহযোগিতায় চাষিদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তারা।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড