• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে কচু চাষে ভাগ্য বদল

  আব্দুল মতিন, ফুলবাড়ী প্রতিনিধি, দিনাজপুর

১০ মে ২০১৯, ১৬:৫৬
সাদেকুল ইসলাম
কচু চাষ করে ভাগ্যের বদলিয়েছেন সাদেকুল ইসলাম ( ছবি : দৈনিক অধিকার )

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে ডোবায় কচু চাষ করে কচুর লতি ও কচু বিক্রি করে ভাগ্য বদলাতে সক্ষম হয়েছে সাদেকুল ইসলাম।

বর্তমানে তিনি বাড়ির পার্শ্বে পরিত্যক্ত ১ বিঘা জমি বর্গা নিয়ে কচু চাষ করে পরিবারসহ সচ্ছলভাবে জীবনযাপন করছে।

সাদেকুল ইসলাম জানান, শীত, বর্ষা, গরমে প্রতিদিন ঘাড়ে করে ভার নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি মালামাল সংগ্রহ করতাম। ভাঙাড়ি মাল বাজারের আড়তে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যেত। দু-বেলা ঠিকমত খাবার জুটত না। তবে কচু আবাদ করে প্রতি সপ্তাহে কচুর লতি তুলে বাজারে বিক্রি করে বেশ ভালোই চলছে সংসার।

সাদেকুল ইসলামের কচু চাষের সফলতা দেখে এ চাষে আগ্রহী হয়েছেন একই গ্রামের মনু মহন্ত। তিনি জানান, সাদেকুল পরিত্যক্ত ডোবায় কচু চাষ করে বেশ লাভবান হয়েছে দেখে আমিও এবার পরিত্যক্ত ডোবায় কচু চাষ করেছি। যে পরিমাণ পানি কচু ফলন হয়েছে তাতে বেশ লাভবান হব বলে আশা করছি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড