• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে নকল নারকেল তেলের কারখানা চলছে অবাধে

  ফরিদপুর প্রতিনিধি

০৬ মে ২০১৯, ১৮:১৪
ফরিদপুর
মেসার্স সোলাইমান ট্রেডার্স (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুর সদরের কানাইপুর বিসিক শিল্প নগরী এলাকায় কাগজপত্র বিহীন ও নকল স্টিকার ব্যবহার করা নারকেল তেলের কারখানার সন্ধান পাওয়া গেছে।

অনুসন্ধানে দেখা যায়, ফরিদপুর সদর কানাইপুর বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স সোলাইমান ট্রেডার্স নামক একটি নারকেল তেল কারখানায় দীর্ঘ ৮ বছর ধরে নারকেল তেল উৎপাদন করে চলছে। অথচ কারখানায় কোনো নাম না থাকায় বাইরে থেকে কোনোভাবে বোঝার উপায় নেই, এই কারখানায় কী তৈরি করা হয়।

সাংবাদিক পরিচয় দিয়ে কারখানার ভেতরে ঢুকতে গেলে কোনোভাবেই ঢুকতে দেবে না কারখানার মালিক মো. বাদশা মিয়া। অনেক ধরনের কথা বলার মাধ্যমে এক পর্যায়ে ভেতরে ঢুকে দেখা যায় এটি একটি নারকেল তেলের কারখানা।

অনুসন্ধানে আরও দেখা যায়, বাংলাদেশের বাইরে থেকে আসা নামিদামি কোম্পানির স্টিকার ব্যবহার করে তারা। তেল উৎপাদন করে ভাটিকা, প্যারাসোট, কিউট, টিব্বত, ডাভের স্টিকার ব্যবহার করে তা বাজারজাত করণ করা হয়।

টিনের বক্স, প্লাস্টিকের ড্রাম ভরে ফরিদপুর সদর উপজেলায় প্রতিটি জায়গায় বাজারজাতকরণ করা হয়ে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক মো. বাদশা মিয়া কোনো কথা বলতে রাজি হয়নি।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড