• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চেয়ারম্যানের ভাইকে গুলি করে হত্যা

  রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

০২ মে ২০১৯, ১৮:৪৪
পিকুল বিশ্বাস
নিহত পিকুল বিশ্বাস (ছবি : দৈনিক অধিকার)

রাজবাড়ী পাংশার স‌রিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহা‌রের ছোট ভাই পিকুল বিশ্বাসকে (৪০) কু‌পি‌য়ে ও গুলি ক‌রে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

বুধবার (১ মে) দিবাগত গভীর রা‌তে পাংশা ইউপির স‌রিষা বাজার থে‌কে বাড়ি ফেরার প‌থে এ ঘটনা ঘ‌টে‌।

‌পিকুল বিশ্বাস ওই এলাকার মৃত জ‌লিল বিশ্বা‌সের ছে‌লে। সে বর্তমান ইউপি চেয়ারম্যান আজমল আল বাহা‌রের ছোট ভাই এবং ইউপি আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক।

জানা ‌গেছে, বুধবার দিবাগত রা‌ত ১টার দি‌কে পিকুল বিশ্বাস স‌রিষা বাজার থে‌কে বাড়ি ফির‌ছি‌লেন। সে সময় প‌থে সন্ত্রাসীরা তার গ‌তিরোধ ক‌রে গু‌লি ও কু‌পি‌য়ে আহত ক‌রে। প‌ড়ে তা‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে প্রথমে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী‌তে ফ‌রিদপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব্য‌রত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে‌ন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে তা জানা যায়নি।

অপর‌দি‌কে বৃহস্পতিবার (২ মে) সকা‌লে একই ইউনিয়নের বাঘাচর এলাকার এক‌টি পুকুর থে‌কে চাঁদনী (১৮) না‌মে এক গৃহবধূর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। চাঁদনী ওই এলাকার বিপ্ল‌বের স্ত্রী।

জানা ‌গে‌ছে, বাড়ির পা‌শের এক‌টি পুকু‌রে গৃহবধূ চাঁদনীর লাশ ভে‌সে থাক‌তে দেখে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেয়। প‌ড়ে পু‌লিশ গি‌য়ে লাশ‌টি উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য ম‌র্গে পা‌ঠি‌য়েছে।

পাংশা থানার ও‌সি আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাস‌কে কে বা কারা হত্যা ক‌রে‌ছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চল‌ছে। এছাড়া গৃহবধূ চাঁদনীর লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছেন। ময়না তদ‌ন্তের রি‌পোর্ট পে‌লে বিস্তা‌রিত বলতে পার‌বেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড