• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে আইন অমান্যের দায়ে করাত কলকে জরিমানা

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৯, ০৪:৪১
ম্যাপ
ছবি : নিজস্ব (ম্যাপ)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ‘মা’ করাত কলের স্বতাত্বধীকারি আবু জাফর মুন্সিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে চার মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন জেলার ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা সহকারি-কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আজমেরী হকের নেতৃত্বাধীন আদালত অভিযানটি পরিচালনা করেন। এ সময় রায়গঞ্জ বাজারের স্কুল রোডে অবস্থিত সেই করাত কলটিতে অভিযান চালিয়ে এ রায় প্রদান করা হয়।

আইনের ৭ (খ) ধারা মতে, যেকোনো আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং জন গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন স্থানে করাত কল স্থাপন বিধি ভঙ্গের সামিল। মূলত সেই ধারা অনুযায়ী আদালত এই করাত কলের বিরুদ্ধে এমন রায় প্রদান করল।

আরও পড়ুন :- সুজনের গণস্বাক্ষর অনুষ্ঠানে নুসরাতের ভাইয়ের আর্তনাদ

তাছাড়া রায়ে আগামী ৭ দিনের মধ্যে সড়কের পাশে রাখা সকল গাছের গুড়ি সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। অন্যথায় এই করাত কলটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালতের বিশেষ এই অভিযানে রায়গঞ্জ থানার এস আই চাঁদ আলীর নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড