• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেতুতে অতিরিক্ত টোল আদায়: মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  শেরপুর প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ১৮:০৭
শেরপুর
বক্তারা সংবাদ সম্মেলন বক্তব্য রাখছেন (ছবি: দৈনিক অধিকার)

শেরপুরের ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধনের প্রতিবাদে সেতুর ইজারাদার কর্তৃপক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ওপর সেতুর ইজারাদার মেসার্স মীর ট্রেডার্সের সত্ত্বাধিকারী মীর দেলোয়ার হোসেন এ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করে বলেন, সরকারি নিয়মনীতি মেনে সড়ক ও জনপদ বিভাগের ব্রিজের টোল আদায়ের তালিকা দিয়ে যানবাহনের জন্য নির্ধারিত টোল আদায় করা হয়। এতে কোনো অতিরিক্ত টোল আদায় করা হয় না। তাই তিনি তথ্য অনুসন্ধান করে সঠিক সংবাদ পরিবেশনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের ব্রহ্মপুত্র সেতুতে কোনো ধরণের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না। সড়ক ও জনপদ বিভাগের টোল নীতিমালা-২০১৪ মোতাবেক টোল আদায় করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় শ্রমিকরা শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হয় বলে মানববন্ধন করে। এ নিয়ে পরদিন বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচার করা হয়। এরই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড