• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রক্ত লাগবে, শুনেই ছুটে এলেন নবনির্বাচিত চেয়ারম্যান

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৬ মার্চ ২০১৯, ২১:১৩
নবনির্বাচিত চেয়ারম্যান
নবনির্বাচিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল (ছবি : দৈনিক অধিকার)

দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার দিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। গরিব দুঃখীদের সবসময় সেবা করার আশ্বাস দিয়েছেন ভোটের আগে। মানুষ তার কথায় আশ্বস্ত হয়ে ভোট দিয়েছেন তাকে। বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করেননি এখনও। এর আগেই কথা রাখা শুরু করেছেন। শুরু করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের জেলেবস্তী গ্রামের জহিরুল ইসলাম মুমূর্ষু অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার পরিবারের লোকজন।

জহিরুলের শরীরে যে পরিমাণ রক্তের প্রয়োজন, তার চার ভাগের একভাগ রয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান লিমন। হাসপাতালে রক্তের গ্রুপ পরীক্ষার মেশিন বিকল হওয়ায় রক্ত পরীক্ষা করতে পাঠান স্থানীয় মিম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে।

জহিরুলকে বাঁচাতে ছয় ব্যাগ এবি পজেটিভ রক্ত লাগবে এমন খবর পেয়ে রক্ত দিতে ছুটে আসেন নব নির্বাচিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, জহিরুলের রক্ত লাগবে, এমন খবর শুনে নিজেকে বাড়িতে আটকে রাখতে পারিনি। এ পর্যন্ত আমি ১৩ জন মানুষকে রক্ত দিয়েছি। স্বেচ্ছায় রক্তদান মহাপূণ্যের কাজ, সকলকে এ কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মনিরুজ্জামান লিমন বলেন, এক ব্যাগ রক্ত পাওয়া গেছে। জহিরুলের শরীরে রক্তশূন্যতা দূর করতে আরও ৫ ব্যাগ রক্তের প্রয়োজন।

জহিরুলের পরিবারের লোকজন জানিয়েছেন, স্থানীয় রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পরিবারের লোকজনের রক্ত পরীক্ষা চলছে। গ্রুপ মিললে, তাদের রক্ত দেওয়া হবে জহিরুলের শরীরের।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড