• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা নির্বাচন : মেহেরপুরে ইভিএমে আগ্রহ নেই ভোটারদের

  মেহেরপুর প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৯:১৮
উপজেলা নির্বাচন
ছবি- প্রতীকী

চলতি মাসের ২৪ তারিখ উপজেলা নির্বাচনের ৩য় ধাপে মেহেরপুর সদরে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রযুক্তিতে ভোট গ্রহণ করা হবে। ইভিএমে ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন অফিস ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ৫ দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর মাধ্যমে ডামি ভোট গ্রহণ করে ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে।

তবে ইভিএম প্রযুক্তি নতুন হলেও অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে সাধারণ ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে।

আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরিদর্শন করে দেখা যায়, সেখানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ৩১ জন। সেনাবাহিনীর দুই জন ইভিএম এক্সপার্ট দায়িত্বে রয়েছেন। ওই কেন্দ্রে ভোটার রয়েছেন তিন হাজার তিনশত।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রাজ্জাক জানান, সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করে নিয়ে আসছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কবির আহমেদ জানান, সদর উপজেলার ৭৭টি কেন্দ্রে ইভিএম প্রযুক্তিতে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে ইতোমধ্যে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনে ৮জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড