• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেলকুচিতে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, ২ নারী আটক

  বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৪:৪৩
মৃত্যু
প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম জহু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম জহু ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে বেশ কয়েকবার দেন দরবার হয়েছে। আজ সকালে আবারও বাড়ির পাশেই সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিশি বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুল ইসলাম জহুকে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাছেদ প্রামাণিকের স্ত্রী লতা খাতুন ওরফে আছিয়া খাতুন ও ওয়াজেদ প্রামাণিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড