• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাগরিক সেবা এখন হাতের নাগালে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

  দিনাজপুর প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬
গণশিক্ষা প্রতিমন্ত্রী
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণশিক্ষা প্রতিমন্ত্রী (ছবি- দৈনিক অধিকার)

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরই বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করেছে। তা আজ বাস্তবে রুপ নিয়েছে। হাতের নাগালে পাওয়া যাচ্ছে দেশের সকল ধরনের সেবা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কারণেই সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে দেশের জনগণ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি প্রেরণে অভিভাকদের তুলনামূল সময়ের অপচয় ও ভোগান্তি কমেছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রকল্প পরিচালক) ইউসুফ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ.এফ এম মনজুর কাদির, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) নেছার আহমেদ, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড