• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৮
সমাজ কল্যাণমন্ত্রী
প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে সমাজ কল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ (ছবি- দৈনিক অধিকার)

সুনামগঞ্জে প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ। পরে শহরের হাছন নগরস্থ সরকারি শিশু পরিবারের হলরুমে এক আলোচনা সভায় অংশ নেন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল পরিদর্শনে যান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। বিগত বিএনপি ও জামায়াত জোট সরকার প্রতিবন্ধীদের জন্য কিছুই করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য জনকল্যাণমুখী কর্মসূচিগুলো বাস্তবায়ন করে চলেছেন। এতে প্রতিবন্ধীরা আমাদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত হতে পারবে।

তিনি বলেন, এই প্রতিবন্ধীরা সমাজে আর বিছিন্ন থাকবে না। তারা মূল ধারায় আসবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বাবু প্রদীপ সিংহের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মস্ত্রীর একান্ত সচিব আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুনবী প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড