• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা পরিষদ নির্বাচন, নবীগঞ্জে ৩ পদে ১৪ প্রার্থী

  নবীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ

১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭
নির্বাচন
ছবি : সংগৃহীত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদ বিন হাসান এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফজলুল হক চৌধুরী সেলিম (আওয়ামী লীগ বিদ্রোহী), গাজী খালেদা সারোয়ার (স্বতন্ত্র), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (স্বতন্ত্র), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হায়দর মিয়া, ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আবু সালেহ।

ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ, কাজী ওবায়দুল কাদের হেলাল (স্বতন্ত্র), গতি গোবিন্দ দাশ (স্বতন্ত্র), উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. শাহ আবুল খায়ের (স্বতন্ত্র), আবু ইউসুফ (স্বতন্ত্র), এস আর চৌধুরী সেলিম (স্বতন্ত্র), ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ ফারকানী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (স্বতন্ত্র), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি (স্বতন্ত্র), সাজেদা মজিদ (স্বতন্ত্র)।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড