• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদক বিরোধী অভিযানে আটকের পর আতঙ্কে মাদকসেবীর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

০৩ জুন ২০১৮, ০৮:৫৪

পঞ্চগড়ে পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পর আতঙ্কে কাজল শেখ মাজু (৪২) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদকসেবীর মৃত্যু হয়। কাজল শেখ মাজুর বাড়ি পঞ্চগড় জেলা শহরের নিউ মার্কেট এলাকায়। সে ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০ ৱটায় কাজল শেখ মাজুকে এক পুড়িয়া গাঁজাসহ জেলা শহরের বানিয়াপট্টি এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।

আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার প্রস্তুতি নেয়ার সময় বুকে শ্বাসকষ্টসহ ব্যথা অনুভব করেন মাজু। পরে পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার ১০ মিনিট পরেই চিকিৎসাধীন অবস্থায় মাজুর মৃত্যু হয়।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই মাদকসেবীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. জিল্লুর রহমান। নিহত ওই মাদকসেবীর শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ জানায়, কাজল শেখ মাজু দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন।

পঞ্চগড় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অসুস্থ্ হয়ে পড়লে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিল্লুর রহমান জানান, হার্ট অ্যাটাকে মাজুর মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড