• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, প্রতিবাদে রাস্তায় সহপাঠীরা

  মাদারীপুর প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ১৩:২৩
মানববন্ধন
কালকিনি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন (ছবি- দৈনিক অধিকার)

মাদারীপুরের কালকিনিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার সহপাঠীরা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে কালকিনি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও করা হয়।

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কালকিনি উপজেলার পৌর এলাকার ঝাউতলা নিজ গ্রামে বাড়ির পাশে শুকতারা নামের ১০ম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে আহত করে। আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়। পরে তার অবস্থা র অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

এদিকে এ ঘটনায় কালকিনি থানায় মামলায় পুলিশ এক জনকে আটক করেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধনের সঙ্গে আছি। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর দেওয়া আছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড