• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদায়ী বছরে ফেনীতে শত শত কোটি টাকার উন্নয়ন

  এস এম ইউসুফ আলী, ফেনী

০৬ জানুয়ারি ২০১৯, ১২:৫০
ফেনী
ছবি : নিজস্ব (প্রতীকী)

২০১৮। বিদায়ী বছরে উন্নয়নের বৈপ্লবিক হাওয়া বয় ফেনীতেও। ‘উন্নয়নের মহাসড়কে দেশ’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বছরে শত শত কোটি টাকার বেশ কিছু উন্নয়ন কর্মযজ্ঞ দৃশ্যমান হয়েছে।

এ তালিকায় বৃহৎ মেগাপ্রকল্প মহিপাল ফ্লাইওভার, ফতেহপুর ওভারপাস, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ফেনী জেলা কারাগার রয়েছে। দৃশ্যমান এসব উন্নয়নে ফেনী ছাড়াও দেশের অর্থনৈতিক অঞ্চলে গতি ফিরেছে। শতভাগ বিদ্যুতায়নও হয়েছে গেল বছর।

সূত্র জানায়, গত বছরের ৬ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিপালে ৫শ ৭০ কোটি টাকা ব্যায়ে দেশের প্রথম ৬ লেইন ফ্লাইওভার উদ্বোধন করেন।

৪ আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬ হাজার ৮শ ৬১ দশমিক ৪৮ লাখ টাকা ব্যায়ে ফতেহপুর রেলওয়ে ওভারপাস ১৪ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়ন করেন ২০ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়া ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীতে ৩শ ৬৮ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে ফেনী শহরতলীর রানীরহাটে সুবিশাল পরিসরে অত্যাধুনিক মানের ৩৮ কোটি টাকা ব্যায়ে জেলা কারাগার, ২শ ৫৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার ১২টি ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন ও সোনাগাজীতে ছোট ফেনী নদীর ওপর প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে ৪শ ৭৫ মিটার দীর্ঘ সেতু।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড