• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয় ভুলে ভোট কেন্দ্রে যান : র‌্যাব মহাপরিচালক 

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৯
বেনজীর আহমেদ
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ( ছবি : দৈনিক অধিকার )

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন অরাজকতাকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সব ধরনের ভয়ভীতি ভুলে গিয়ে ৩০ তারিখে সাংবিধানিক ও রাষ্ট্রীয় অধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন আসলে এক শ্রেণির মানুষ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে যা খুবই দুঃখজনক। যারা এই কাজ করে তারা জাতির জন্য কলঙ্ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ভোটে যদি কেউ অরাজকতা করে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।

ভোটের সময় যেন সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর কোনো প্রকার হামলা না হয় সেজন্য দেশব্যাপী র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড