• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় বিএনপির প্রচার মাইক ভাংচুর

  পাবনা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৫২
নির্বাচন
প্রচার মাইক ভাংচুর (ছবি : দৈনিক অধিকার)

পাবনা-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা মাইক ভাংচুর করে পালিয়ে যায়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানাতে না পারলেও বিএনপির পক্ষ থেকে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যার পর থেকে পৌর শহরে মাইকের মাধ্যমে ধানের শীষের প্রচার করা হচ্ছিল। জিরো পয়েন্ট এলাকা দিয়ে প্রচার গাড়িটি যাওয়ার সময় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা প্রচার গাড়ি আটকে মাইক ও প্রচার সরঞ্জাম ভাংচুর করে। বিষয়টি সহকারি রিটার্নিং অফিসার ও থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।’ পরে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, ‘আমরা এ ধরণের কাজকে সমর্থন করি না। কোন কিছু হলেই বিএনপি ছাত্রলীগ বা যুবলীগের ঘাড়ে দোষ চাপায়। কারা কি জন্য মাইক ভাংচুর করেছে সেটি আমাদের জানা নেই।’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, ‘এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি। তবে লোক মারফত শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড