• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওবায়দুল কাদেরের জন্য মাঠে নামছে নারী ভোটাররা

  বুরহান উদ্দিন মুজাক্কির

১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০
নারী ভোটার
মাঠে নামছে নারী ভোটাররা (ছবি : সম্পাদিত)

সংসদীয় আসন নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাটে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে নারী ভোটারদের সমর্থন বেড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের দুই উপজেলায় নৌকার পক্ষে নারী ভোটারদের গণসংযোগ লক্ষণীয়।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিশুদেরকে উপবৃত্তি, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাসহ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগের তুলনায় এবার ওবায়দুল কাদেরকে পছন্দ করছেন অধিকাংশ নারী ভোটার।

স্থানীয় মহিলা প্রতিনিধিরা জানান, আগে নিরাপত্তার অভাবে নারীরা ঘরের বাহির হতো না। এখন সার্বিক নিরাপত্তার কারণে নারীরা নিজেদের প্রয়োজনে ঘরের বাহির হচ্ছে এবং অনেক কিছু বুঝতে শেখেছে। তাই এবার ১০ বছর পর জাতীয় নির্বাচন পেয়ে নারীরা ব্যাপকভাবে নৌকার প্রচারণায় নেমেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন, এরমধ্যে পুরুষ ভোটার একলাখ ৬৮ হাজার ১৫৬ জন ও নারী ভোটার একলাখ ৬৩ হাজর ৫৭৯ জন। ২০০৮ সালের তুলনায় ভোটার বেড়েছ ৬৯ হাজার ৫১২ জন। এখানে পুরুষ ভোটারদের বড় একটি অংশ প্রবাসে থাকায় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি হয় বেশি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড