• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, আটক ২

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, ২২:২২
অপহরণ
ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আক্তার মিষ্টি (১৩) কে অপহরণের অভিযোগে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, রাজিয়া বেগম (৪৫) ও তার ছেলে রেজাউল (২৬)। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, জান্নাতুল পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চম্পাপুর মাছুয়াখালী গ্রামের মৃত হাশেম হাওলাদারের ছেলে নাসির উদ্দিনের মেয়ে। তারা ফতুল্লার দাপাইদ্রাকপুর পাইলট স্কুল রোড আয়েদ আলীর ভাড়া বাড়িতে বসবাস করেন। অপহরণকারীরা পাশেই লিটনের বাড়িতে ভাড়া থাকতেন।

জান্নাতুলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ৭ ডিসেম্বর সকালে জহিরুল ইসলাম তার মা বাবা ও ভাইয়ের ইন্ধনে জান্নাতুল আক্তার মিষ্টিকে বাসার সামনে থেকে জোর পূর্বক অপহরণ করে।

এই ঘটনায় ফতুল্লা থানায় নাসির বাদী হয়ে মামলা করলে পুলিশ ৩ নম্বর আসামি রাজিয়া বেগম ও ৪ নম্বর আসামি রেজাউলকে আটক করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ভিকটিম উদ্ধার হয়নি। তাই ভিকটিম উদ্ধারের জন্য রিমান্ড চেয়েছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড