• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনে গোলামনবী বৈধ, বাধা নেই জ্যাকবের 

  ভোলা প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৩
নির্বাচন
বৈধ প্রার্থীরা (ছবি : সংগৃহীত)

শুক্রবার (৭ ডিসেম্বর) ছিল একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি। দ্বিতীয় দিনে ১৫০ জনের আপিল শুনানিতে ভোলা-১ বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর এর প্রার্থীতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্যদিকে ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির এবং ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান হাওলাদারের আপিলে কোন লাভ হয়নি। নির্বাচন কমিশন তাদের প্রার্থীতা বাতিল করেছে। অন্যদিকে নাজিম উদ্দিন আলমের আপিলে জ্যাকবের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। নির্বাচানে এখন আর কোন বাধা নেই জ্যাকবের। নির্বাচন কমিশন এর এই ঘোষণার মধ্য দিয়ে ভোলায় বৈধ প্রার্থী সংখ্যা দাড়ালো ২১ থেকে ২২ এ।

২ ডিসেম্বর ২৪ প্রার্থী মনোনয়ন দখিলের প্রেক্ষিতে প্রাথী যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম ছিদ্দিক ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। যেখানে ঋন খেলাপী হওয়ায় বাদ যান ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর, ১ শতাংশ ভোটারের সমর্থন পত্র জমা না দেওয়ায় ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির এবং মনোনয়ন পত্রের কাগজে সকল স্থানে স্বাক্ষর না করায় ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান হাওলাদারের প্রার্থীতা। এছাড়া ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম আওয়ামীলীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের এমএসসি সার্টিফিকেট জাল বলে চ্যালেঞ্জ করে অভিযোগ করে।

মনোনয়ন বাতিল হওয়া ৩ প্রার্থী ও ভোলা-৪ এর বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম আওয়ামীলীগ প্রার্থী জ্যাকবের এমএসসি সার্টিফিকেট জাল চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন।

ভোলার ৪টি নির্বাচনী আসনে বৈধ ২২ প্রার্থীরা হলেন- ভোলা-১ তোফায়েল আহমেদ (আওয়ামীলীগ), গোলাম নবী আলমগীর (বিএনপি), হায়দার আলী (বিএনপি), আন্দালিভ রহমান পার্থ (বিজেপি), মিসেস রেবা রহমান (বিজেপি), কেফায়েত উল্লাহ নজিব (জাতীয় পার্টি), মাওলানা মো: ইয়াছিন (ইসলামী আন্দোলন), একেএম সোহেল (কমিউনিস্ট পার্টি)।

ভোলা-২ আলী আজম মকুল (আওয়ামীলীগ), মো: হাফিজ ইব্রাহিম (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), মারুফ ইব্রাহিম আকাশ (বিএনপি), ওবায়েদুর রহমান (ইসলামী আন্দোলন)।

ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামীলীগ), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), কামাল হোসেন (বিএনপি), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী আন্দোলন), নুরুন্নবী সুমন (জাপা)। ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামীলীগ),মো: নাজিম উদ্দিন (বিএনপি), মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মো: মহিবুল্যাহ (ইসলামী আন্দোলন)।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড