• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহর পরিষ্কারে ব্যস্ত প্রশাসন

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, ১৮:০১
নারায়ণগঞ্জ
পোস্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ প্রচার বিলবোর্ড নামানো হচ্ছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জের ৫টি সংসদীয় আসন এলাকার সব ধরনের পোস্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ প্রচার বিলবোর্ড নামানো হচ্ছে। এতে জেলা শহর ও আশপাশের উপজেলার পাড়ামহল্লার রাস্তা, সড়ক বেশ পরিষ্কার দেখাচ্ছে।

এতে নতুন এক রূপ পেয়েছে ঢাকা-সিলেট মহাসড়কসহ ঢাকা-চট্রগ্রাম সড়কের উভয় পাশ। তবে এখনও কোনো কোনো স্থানে কিছুসংখ্যক ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড দেখা যাচ্ছে।

সব ধরনের পোস্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ প্রচার বিলবোর্ড নামানো অভিযানে পরিচালনায় শুরু করেছে প্রশাসন। আজ (১৮ নভেম্বর) রোববার সকাল থেকে শুরু হয়ে এ অভিযান চলে বিকাল পর্যন্ত।

নারায়ণগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকা ও বিভিন্ন উপজেলায় অভিযান চলছে। তার ধারাবাহিকতায় উপজেলার মুড়াপাড়া গন্ধর্বপুর, দড়িকান্দি, ইছাখালীসহ বেশ কয়েকটি এলাকায় অপসারণ অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশক্রমে রূপগঞ্জ উপজেলার সকল দলের সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের পোস্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ সকল প্রকার প্রচার সামগ্রী সরিয়ে নিতে লিখিতভাবে নোটিশ করা হয়েছে।

অনেকেই এসব প্রচার সামগ্রী সরায়নি। যার কারণে আমাদের অভিযানে নামতে হয়েছে। তবে সরকারের দেওয়া সময়ের মধ্যে সকল প্রকার প্রচারণার মাধ্যম সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড