• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাখ টাকার গাছ বেঁচলেন স্কুল সভাপতি!

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, ১৮:৫৮
কাঁঠাল গাছ
কেটে ফেলা কাঁঠাল গাছ (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁও সদর উপজেলার মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ও সভাপতি সিরাজুল ইসলাম ক্ষমতার দাপটে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ বিদ্যালয়ের প্রায় ১ লাখ টাকা মূল্যের ২৪ টি কাঁঠাল গাছ বিক্রি করে দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক বাংলাদেশ শিক্ষক (মাধ্যমিক) সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি।

স্থানীয়রা জানায়, মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ও সভাপতি সিরাজুল কিছুদিন আগেও বিদ্যালয়ের ৮টি গাছ গোপনে বিক্রি করেছেন। এবারও ২৪ টি গাছ গোপনে বিক্রি করলেন। এ গাছগুলো বিদ্যালয়ের চারপাশে ছায়া হয়ে ছিল। কিন্তু গাছ বিক্রিকারীরা নিজেরা লাভবান হওয়ার জন্যই গাছ বিক্রয় করেছেন।

মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য বিক্রিত ২৪ টি গাছ ক্রয় করেছেন স্থানীয় গাছ ব্যবসায়ী এন্তাজুল। তিনি অর্ধেক গাছ কর্তন করেছেন বাকি অর্ধেক আজ কালের মধ্যে কাটা শেষ করবেন।

প্রশাসনিক সূত্রে জানা য়ায়, কোন শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগে আবেদন করতে হয়। বন বিভাগ গাছ দেখে মূল্য নির্ধারণ করবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ বিক্রয়ের অনুমোদন দিলে নিলামের মাধ্যমে গাছ বিক্রি করতে হয়। শুধু মাত্র বিদ্যালয়ের নিজস্ব ব্যবহারের প্রয়োজনে গাছ কাটতে পারেন তাও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে। কিন্তু কার প্রয়োজনে মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৪ টি কাঁঠাল গাছ বিক্রি করে কাটা হচ্ছে সে ব্যাপারে কিছুই জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগ। সেখানে আবেদনের বিষয় তো অনেক দূরে !

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, ২৪ টি গাছ ৪৯ হাজার টাকা বিক্রয় করেছি। আগে কমিটির সবার সাথে গাছ বিক্রয়ের বিষয়ে মিটিং হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের গাছ কাটতে আর কারও অনুমতি নিতে হবে আমার জানা নাই। অনুমতি লাগলে পরে নিবো। আর সোলারের তার বাহিরে বিক্রয় করিনি চুরি হওয়ায় তার কিনে লাগানো হয়েছে।

ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৪টি কাঁঠাল গাছ বিক্রির জন্য কোন আবেদন পাইনি। তাই বন বিভাগ কোন মূল্য নির্ধারণ বা অনুমোদন দেয়নি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, শুনেছি অনুমোদন ছাড়া মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে এমন খবরে নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড