• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনী প্রচারপত্র নামাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  গাইবান্ধা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, ২২:০৬
ভ্রাম্যমাণ আদালত
প্রচারপত্র নামাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রার্থীদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণার ব্যানার, পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচার প্রচারণায় লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ১৪ নভেম্বরের (বুধবার) মধ্যে নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ১৪ নভেম্বর বিকাল হতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলাশবাড়ী উপজেলার সদরে প্রার্থীদের প্রচার-প্রচারণার সকল ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে ফেলতে দেখা যায় গ্রাম পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মচারীদেরকে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ যেসব প্রচার সামগ্রী রয়েছে তা ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর এসব নামাতে হবে নিজ খরচে। এ সময়ের মধ্যে নামানো না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ইসির এ ঘোষণার পরে নিজ উদ্যোগে এসব অপসারণ না করায় বুধবার (১৪ নভেম্বর) বিকাল হতে পলাশবাড়ী সদরের বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ব্যানার, পোস্টার, বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই সঞ্জয় কুমার ও সঙ্গীয় ফোর্স।

এর আগে এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় ঠিকানার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় এ আসনে এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনায় উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড