• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এলাকায় জনপ্রিয় লালন কন্যা জেসমিন

  শেরপুর প্রতিনিধি

০৪ নভেম্বর ২০১৮, ১৭:২২
শিল্পী জেসমিন
অনুষ্ঠানে গান গাইছেন উদীয়মান সঙ্গীত শিল্পী জেসমিন (ছবি : দৈনিক অধিকার)

‘লালন বলে বুঝল না ক্ষণ, হইল না মোর ভজন সাধন, ভুলে সিরাজ সাঁইজীর চরণ’। এমনি হৃদয় দুলানো সুরেলা কণ্ঠে লালনের গানে মানুষের মনে জায়গা করে নিয়েছেন শেরপুরের উদীয়মান সঙ্গীত শিল্পী জেসমিন। ছোটবেলা থেকেই পারিবারিক সহযোগিতায় গানের জগতে প্রবেশ করেন। নিজ এলাকার একটি বৈশাখী মেলায় গান গেয়ে জেসমিনের গানের যাত্রা শুরু হয়। বর্তমানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত পিপাসু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

সঙ্গীত চর্চার পাশাপাশি লেখাপড়ায়ও পিছিয়ে নেই জেসমিন। এ বছর সে শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষে পড়ছেন। তার ইচ্ছা গানের জগতে আরও অনেক দূর এগিয়ে যাওয়া। একজন পেশাদার শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। ৫ ভাইবোনের মধ্যে জেসমিন তৃতীয়। মা মাহমুদা বেগম সব সময় জেসমিনকে সঙ্গীত চর্চার প্রেরণা যোগান।

উদীয়মান এ শিল্পী ইতোমধ্যেই জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা পুরষ্কার, রেড ক্রিসেন্ট পুরস্কার ও ২০১৭ সালে শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়াও বৃহত্তম ময়মনসিংহে সাংস্কৃতিক ফোরাম প্রতিযোগিতায় তৃতীয় হন।

জেসমিন বলেন, সকলের ভালোবাসা ও দোয়া থাকলে গানের জগতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড