• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাখির প্রতি ইসা হকের ভালোবাসা!

  কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া

২৭ অক্টোবর ২০১৮, ১৬:২৭
পাখিদের খাবার দেওয়ার কাজে ব্যস্ত ইসা হক
পাখিদের খাবার দেওয়ার কাজে ব্যস্ত ইসা হক (ছবি : দৈনিক অধিকার)

প্রভাতের আলো ফোটার সাথে সাথেই অসংখ্য পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে ইসা হকের চায়ের দোকান। পেশায় একজন চা বিক্রেতা হলেও ইসা হকের পাখির প্রতি অগাধ ভালোবাসা। প্রতিদিন অসংখ্য শালিক পাখির আনাগোনায় মুখর থাকে ইসা হকের চায়ের দোকান।

এসব পাখিকে নিয়ম করে দিনে ১০ থেকে ১২বার খেতে দেন ইসা। দিনের বেশির ভাগ সময় তিনি নিজেই পাখিদের খেতে দেন। আবার কখনো কখনো দোকানের আগত ক্রেতাদের উৎসাহি করেন পাখিদের খেতে দিতে। ক্রেতারাও অবলীলায় খুশি মনে ইসা হকের আবদার রাখেন।

কুষ্টিয়ার মিরপুর বাজারে পাখিদের এমন দৃশ্য দেখে মুগ্ধ হন পথচারীসহ অসংখ্য মানুষ। এখন শুধু ইসা হক নয় তার দেখাদেখি এই বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও এসব পাখিদের খাবার দিচ্ছেন।

মিরপুর বাজারের চা দোকানি ইসা হক জানান, প্রায় দেড় বছর আগে থেকেই আমার দোকানে শালিক পাখি আসতে শুরু করেছে। প্রথমে আমি এসব পাখিকে খাবার দিতাম। এখন আমার দেখাদেখি বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও পাখিদের খাবার খাওয়ান। এছাড়াও দোকানে আগত অনেক ক্রেতারাও এসব পাখিদের খেতে দেন।

তিনি আরও জানান, প্রতিদিন এসব পাখিকে প্রায় ২০টি পাউরুটি, বিস্কুট, চানাচুর, সিঙাড়াসহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয়। সারা বছরই কমবেশি পাখিদের আনাগোনা থাকে এখানে। তবে ধানের সময় মাঠে খাবারের সন্ধানে অনেক পাখি চলে যায়। সে সময় পাখি কিছুটা কম আসে।

স্থানীয় বাজারের রুমন বেকারির মালিক মহি উদ্দিন জানান, প্রতিদিন সকালে এখানে খাবারের সন্ধানে অসংখ্য শালিক পাখি জড়ো হয়। আমাদের বেকারির অবিক্রিত খাবার এসব পাখিদের খেতে দিই। একসাথে এতোগুলো পাখি দেখে আমার খুব ভালো লাগে। তাছাড়া কেউ পাখি নিধন করতে এলেও আমরা বাধা দিই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড