• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলাপাড়ায় স্ত্রী দাবিতে সংবাদ সম্মেলন

  মোঃ আরিফ সিকদার, কলাপাড়া (পটুয়াখালী)

২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮
স্ত্রীর দাবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার কথিত সাংবাদিক মনির হাওলাদারের স্ত্রী দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাথী আক্তার।

সোমবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন।

সাথী আক্তার বলেন, উপজেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মনি হাওলাদারের সাথে পাঁচ বছর আগে মুঠোফোনে পরিচয় হয় চট্টগ্রামের মেয়ে সাথীর সাথে। দীর্ঘ দিনের ফোনালাপে মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এরপর তাকে বিয়ের প্রস্তাব দিলে সাথীর পরিবারের সম্মতি না পেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে বিয়ে না করেই মনির-সাথী দম্পত্তি পরিচয়ে কুয়াকাটা ও আলীপুরে মো. হারুন, সেলিম খানসহ বিভিন্ন বাড়িতে বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। সাথী বিয়ে করার কথা বললে মনির বিয়ে না করে বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে ফিরিয়ে পার করে দেয় ৫ বছর।

তিনি আরও বলেন, মনির তার নিজ প্রয়োজনে তার কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। তারা একসাথে বসবাস কাল একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে কথিত সাংবাদিক মনির। এরপর মনির আমার সাথে প্রতারণা করে অন্যত্র বিয়ে করেছে।

তিনি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার জীবন ধ্বংস করে অর্থ আত্মসাৎ করে প্রাণে মেরে ফেলার ভয় দেখালে বাবার বাড়ি চলে যাই। সে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে চারিত্রিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে আসছে। এরপরেও মনির ক্ষান্ত না হয়ে তার নিজস্ব লোক দিয়ে পুনরায় সাথীকে বিয়ে করে সংসার করার প্রলোভন দেখায়। তাতে রাজি হলে ২৫ লক্ষ টাকা দিতে হবে এমন শর্তজুড়ে দেয় সাথীকে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড