• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের বাচ্চাদের দিয়ে ফুলেল শুভেচ্ছা, ক্ষুব্ধ সাংসদ

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

১৭ জানুয়ারি ২০২৪, ১৫:১১
সংসদ সদস্য

বরগুনায় নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফুল দিতে এসে তোপের মুখে পড়েন প্রধান শিক্ষক। এ সময় সংসদ সদস্য প্রধান শিক্ষক কামরুন নাহার আসমাকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি বাচ্চারা লেখাপড়া করবে। কোন নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। এটা আমি একদম পছন্দ করি না।

মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে আমতলীতে গণসংবর্ধনা শেষে তালতলীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথিমধ্যে সংসদ আড়পাঙ্গাশিয়া বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এমন সময় আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার আসমা শিক্ষার্থীদের দিয়ে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন।

নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের কোমলমতি বাচ্চাদের দেখেই ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে বলেন, প্রাথমিকের বাচ্চারা লেখাপড়া করবে। আপনি কেন তাদের রাস্তায় নামালেন? কোন নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না। আমি এটা পছন্দ করি না। আগে যেমন চলছে, এখন আর তেমন চলবে না।

মুহূর্তের মধ্যে এমন একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে সাধারণ মানুষ সাংসদের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিবুর রহমান নামে একজন মন্তব্য করে লিখেছেন, বরগুনায় এমন একজন নেতার দরকার ছিলো। জি. এম মাসুম নামে একজন লিখেছেন সাংসদ হিসাবে তার এমন কাজটি খুব ভালো লেগেছে।

সাংসদ গোলাম সরোয়ার টুকু বলেন, শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। তারা লেখাপড়া করে মানুষ হবে। এই বয়সে কেন তাদের নেতাদের সংবর্ধনা দিতে রাস্তায় নামিয়ে দাড় করিয়ে রাখা ঠিক না। এটা কোন দিন কাম্য হওয়া উচিত নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড