• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পর পর দুইবারের এমপি হারালেন জামানত

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া):

০৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৬
পর পর দুইবাবের এমপি হারালেন জামানত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি -দুপচাঁচিয়া) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই বারের এমপি এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

গতকাল রোববার রাত ৯ টায় রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর তথ্যটি পাওয়া যায়।

বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া- ৩ আসনে জাপার প্রার্থী লাঙ্গল প্রতীকে এ্যাড. নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। এখানে ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী।

আসনটির মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন। যারমধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৯। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৯৬৬।

নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। এক্ষেত্রে ১ লাখ ২১ হাজার ৩৯ ভোটের মধ্যে ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন লাঙ্গল প্রতীক। যা আট ভাগের এক ভাগ হিসাবে ১৫ হাজার ১২৯ ভোট না পাওয়ায় জামানত রক্ষা করতে পারলেন না দুই বারের এমপি এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড