• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ কনস্টেবল মুসলিম উদ্দিনের রাজকীয় বিদায় দিলেন ওসি

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব, কিশোরগঞ্জ:

০৪ জানুয়ারি ২০২৪, ১৪:৪৯
রাজকীয় বিদায় সংবর্ধনা

অবসরের বিষন্নতা কাটিয়ে ৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানার এক পুলিশ সদস্য। আর এই সংবর্ধনা দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

৩১ ডিসেম্বর তার চাকরি জীবন শেষ করেন। পরে ৩ জানুয়ারি বুধবার বিকেলে থানা চত্বরে পুলিশ কনস্টেবল মুসলিম উদ্দিনের জন্য এই বিদায় সংবধর্নার আয়োজন করেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া।

এ সময় মুসলিম উদ্দিনের হাতে ক্রেস্ট ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো থানার নিজেস্ব গাড়িতে কর্মস্থল থেকে বাড়িতে পৌঁছে দেয়া হয় মুসলিম উদ্দিনকে। বিদায় বেলায় কনস্টেবল মুসলিম উদ্দিনের সাথে ছিলেন তার স্ত্রী ও মেজো ছেলে

ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেয়ার আগ মুহূর্তে পুলিশ কনস্টেবল মুসলিম উদ্দিন বলেন, সহকর্মীদের ভালবাসায় আমি সিক্ত চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজু মিয়া স্যারের এমন উদ্যোগ আমাকে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে। আমরা চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।’

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া বলেন, একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকী জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালো লাগা।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড