• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রার্থিতা প্রত্যাহারের গুজব ছড়ানোর অভিযোগ তরিকতের প্রার্থীর

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ):

২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১
তরিকত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফেরদৌস আহমেদ আসিফ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে যে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন আসিফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। ফেরদৌস আহমেদ আসিফ বলেন, কিছু কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ভোটার ও জনগণের মাঝে গুজব ছড়াচ্ছে যে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। এ কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোসহ আমার নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত সৃষ্টির জন্য মিথ্যা, গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুজব ছড়ানোর বিষয়ে কিভাবে জানতে পারলেন এবং কারা গুজব ছড়াচ্ছে প্রশ্নে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে ভোট চাইতে গেলে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন বিষয়টি জানিয়েছেন। তারা বলেছেন যে, আপনি তো প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তাহলে ভোট চাইতে কেনো আসছেন। তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে সকল প্রার্থীই প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে কোনো ভোটারও হতে পারে, কোন প্রার্থীও হতে পারে; এমনকি কোন প্রার্থীর কর্মী বা সমর্থকও হতে পারে। ভোটারদের উদ্দেশ্যে ফুলের মালা প্রতীকের এই প্রার্থী বলেন, আমি মানিকগঞ্জ-২ আসনের সম্মানিত ভোটার ও জনগণকে বলতে চাই আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে আছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক কায়কোবাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরকার, তরিকত ছাত্র ফেডারেশনের সদস্য দেওয়ান নাহিদুজ্জাজান জিদনী, সালমান আহমেদ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড