• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা শিবিরে হেড মাঝিকে হত্যা করেছে সন্ত্রাসীরা

  সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার):

২৫ নভেম্বর ২০২৩, ১৫:২৯
রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে আতাউল্লাহ নামে এক সাবেক হেড মাঝিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসা’র দুষ্কৃতিকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, পুলিশের টিম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, এর আগেও একাধিক ক্যাম্প নেতা, উপ-নেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র এসব হত্যাকাণ্ড ঘটছে রোহিঙ্গারা দাবি করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড