• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫'শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন শরীফপুর শাহী জামে মসজিদ 

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

০৬ নভেম্বর ২০২৩, ১৬:২৭
শাহী জামে মসজিদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বাইশগাঁও ইউনিয়ন শরীফপুর শাহী জামে মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে মুঘল আমলে, আনুমানিক ৫'শ বছর পূর্বে । মসজিদটি প্রতিষ্ঠা করেন হায়াতে আবদুল করিম। স্থানীয় সূত্র জানা যায়, মসজিদের পাশে রয়েছে একটি মাজার। বাংলাদেশে আসা ১৬০ জন আউলিয়াদের মধ্যে সুলতানুল আউলিয়া হযরত পীর শাহ শরীফ বোগদাদী (রহঃ) এদের মধ্যে একজন ছিলেন। আটশত বছর পূর্বে ধর্ম প্রচার করতে তিনি ইয়েমেন থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাহ শরীফ নামক স্থান টিতে আসেন। স্থানীয়দের তথ্য মতে, তিনি এ মসজিদে নামাজ পড়তেন এবং মৃত্যুর পর মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। এটি এখন সুলাতানুল আউলিয়া পীর শাহ শরীফ বোগদাদী মাজার নামে পরিচিত।

মসজিদের পাশে রয়েছে একটি বিশাল দীঘি যাহার সৌন্দর্য দেখতে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ ছুটে আসেন। দেখে মনে হয় যেন একটি দৃষ্টি নন্দন পার্ক। মনোহরগঞ্জ বাসীর জন্য এটি একটি ঐতিহ্যবাহী নিদর্শন।

মসজিদের খাদেম, হাফেজ মুহাম্মদ শহিদ উল্ল্যাহ বলেন, এ মসজিদটি ৫'শ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাটদের আমলে এ মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। অনেক জেলা উপজেলা থেকে এ মসজিদ দেখতে মানুষ ছুটে আসে। এর সৌন্দর্য উপভোগ করতে।

বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মো আলমগীর হোসেন বিএসসি বলেন, এটি একটা ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আছে। এটা বাইশগাঁও ইউনিয়নের ঐতিহ্য বহন করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড