• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

  মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও

২৩ অক্টোবর ২০২৩, ২২:৩৬
বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) মধ্যরাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান ওই উপজেলার হরিনমারি এলাকার দক্ষিণ মধ্যপাড়ার তসলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসি ও বিজিবি সুত্রে জানা গেছে, গেল রাতে ঠাকুরগাঁও জেলার ৫০ বিজিবির আওতাধীন বালিযাডাঙ্গী রত্নাই সীমান্তের ৩৮২ নং পিলার সংগলগ্ন এলাকা দিয়ে কয়েকজন মিলে অবৈধ ভারতে প্রবেশ করতে চাইলে ভারতের ১৫২ সোনামতি ক্যাম্পের বিএসএফ'র সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এসময় বাকিরা পালিয়ে গেলেও গুরুতর আহত হয় নুরুজ্জামান। পরে সীমান্ত এলাকায় মারা যায় সে।

এ ঘটনার পর ৫০ বিজিবির পক্ষ থেকে জড়ালো প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানান।

এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে উভয় পক্ষে পতাকা বৈঠক চলছে। পরবর্তিতে করণীয় জানানো হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড